• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০, ০৫:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩, ২০২০, ০৫:৪১ পিএম

বৃষ্টিতে জমলো না বাণিজ্য মেলার তৃতীয় দিন

বৃষ্টিতে জমলো না বাণিজ্য মেলার তৃতীয় দিন
সাপ্তাহিক ছুটির দিন হলেও বৃষ্টির কারণে বাণিজ্য মেলায় ক্রেতা উপস্থিতি ছিল কম -ছবি : সংগৃহীত

সাপ্তাহিক ছুটির দিন। তার ওপর বৃষ্টি। তাই সকাল থেকেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থী সংখ্যা ছিলো কম। তবে আবহাওয়া ভালো হতে থাকায় সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা।

মেলার তৃতীয় দিন হলেও এখনও তৈরি হয়নি বেশ কিছু স্টল ও বিদেশি প্যাভেলিয়ন।

সাপ্তাহিক ছুটির দিন হলেও বৃষ্টির কারণে বাণিজ্য মেলায় ক্রেতা উপস্থিতি ছিল কম।

শুক্রবার (৩ জানুয়ারি)  বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় মেলা। বৃষ্টিতে মেলা প্রাঙ্গণে তৈরি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগের পড়েন ক্রেতা-দর্শনার্থীরা।

টিকিটের দাম বাড়ানো হলেও সেবার মান নিয়ে অসন্তুষ্ট অনেকেই।

মাসব্যাপী এই মেলা চলবে ৩১ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

এসএমএম