• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২০, ০৮:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩, ২০২০, ০৮:৪৩ পিএম

৪ হাজার শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোক্তা সম্মেলন শনিবার

৪ হাজার শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোক্তা সম্মেলন শনিবার

দেশের উদ্যোক্তা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম ‘নিজের বলার মতো একটা গল্প’ এর তৃতীয় বর্ষে পদার্পণ ও ২ লাখ তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান উপলক্ষে ৪ হাজার শিক্ষার্থীদের নিয়ে এক উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই উদ্যোক্তা সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

নিজের বলার মতো একটা গল্প এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জানান, ‘চাকরি করবো না, চাকরি দেব’ স্লোগান ধারণ রেখে গত ৭০০ দিন ধরে একদিনের জন্যও এ কর্মশালা বন্ধ ছিল না। টানা ৯০ দিন এবং টানা ৭০০ দিন কোনও প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনওদিন করেনি। এরই মধ্যে এই প্লাটফর্ম থেকে সৃষ্টি হয়েছে ২ হাজার জন উদ্যোক্তা। তার মধ্যে ২০০জন নারী। গত ৭০০ দিনে বদলে গেছে ২ লাখ তরুণ-তরুণীর জীবন। যারা এখন যারা এক একজন দক্ষ ও ইতিবাচক মানুষ।

এসএমএম