• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৩:৩৬ পিএম

বিশ্বব্যাংক

দেশে সড়ক নিরাপদে প্রয়োজন আরও ৭৮০ কোটি ডলার

দেশে সড়ক নিরাপদে প্রয়োজন আরও ৭৮০ কোটি ডলার

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এক দশকে কমিয়ে ‘অর্ধেকে’ নামিয়ে আনতে বাংলাদেশের বাড়তি প্রায় ৭৮০ কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন বলে তুলে ধরা হয়েছে বিশ্ব ব্যাংকের নতুন এক প্রতিবেদনে।

স্টকহোমে সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে প্রকাশিত ‘বাংলাদেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা’ শীর্ষক প্রতিবেদনে এ খরচের কথা বলা হয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট টিভির।

প্রতিবেদনে বলা হয়, সড়কে উচ্চ মৃত্যুহারের পেছনে পদ্ধতিগত, লক্ষ্যভিত্তিক ও টেকসই নিরাপত্তা কর্মসূচিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের স্বল্পতাকে দায়ী করা হয়েছে। তবে এর পরিবর্তনে বিনিয়োগও বাড়াতে ব্যাপক জোর দেয়া হয়েছে।

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল ঘিরে দক্ষিণ এশিয়ার পূর্ব উপ-অঞ্চলে সড়ক নিরাপত্তা নিয়ে গবেষণার অংশ হিসেবে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সড়ক ও যানবাহনকে আরও নিরাপদ করার পাশাপাশি জাতীয় পর্যায়ে কর্মপরিকল্পনা গ্রহণকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ার মোট জনসংখ্যার ৮৬ শতাংশ, যানবাহনের ৯২ শতাংশ ও সড়কে প্রাণহানির ঘটনার ৮৭ শতাংশই ঘটে এই উপ-অঞ্চলে।

এসএমএম