• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২১, ২০২০, ০৯:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২১, ২০২০, ০৯:১০ পিএম

‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে’

‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে’
চলছে ভ্রাম্যমাণ আদালত কার‌্যক্রম ● ইউএনবি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ঢাকা মহানগরীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৪টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি মনিটরিং টিম।

শনিবার (২১ মার্চ) অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভোক্তা অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আগারগাঁও বিএমপি বাজার, ধূপখোলা বাজার, খিলগাঁও তালতলা বাজার, বাসাবো বাজার ও আগারগাঁও তালতলা বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময়ে ওজনে কারসাজি, পণ্যের ক্রয়মূল্য সংরক্ষণ না করা, পণ্যের মোড়কে মূল্য উল্লেখ না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মাগফুর রহমান।

বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম তদারকি করেন সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, প্রণব কুমার প্রামাণিক ও মাহমুদা আকতার।

অভিযানকালে ভোক্তারা যাতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করে মজুত না করেন সে বিষয়ে সবাইকে আহ্বান জানানো হয়। এছাড়া ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। সেই সাথে কোনও একক ব্যক্তির নিকট অতিরিক্ত পরিমাণে কোনও পণ্য বিক্রয়ের জন্য নিরুৎসাহিত করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিদফতর।

এসএমএম