• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৭:২৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৯, ২০২০, ০৭:২৫ পিএম

শপিংমল বন্ধের সময়সীমা বাড়লো ৪ এপ্রিল পর্যন্ত

শপিংমল বন্ধের সময়সীমা বাড়লো ৪ এপ্রিল পর্যন্ত

কোভিড-১৯ এর বিস্তার রোধে শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সময় বাড়িয়েছে মহানগর দোকান মালিক সমিতি। ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত সব শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

রোববার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৩১ মার্চ পর্যন্ত সব বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে সরকার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি তৌফিক এহসান।

তিনি জানান, পরে সরকার কোনও নির্দেশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পরিস্থিতির উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সমিতির সভাপতি। তবে, কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান এ সময় খোলা থাকবে।

এসএমএম