• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০, ০৯:৪০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২০, ০৯:৪০ পিএম

ইউরোপে জিএসপি প্রত্যাহারের আবেদন নাকচ, বিজিএমইএ‍‍`র স্বস্তি

ইউরোপে জিএসপি প্রত্যাহারের আবেদন নাকচ, বিজিএমইএ‍‍`র স্বস্তি

ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহারের আবেদন নাকচ করে দেয়া ন্যায়পালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ।

সংগঠনটির সভাপতি বলছেন, এতে দেশের দুর্নাম মোচন হলো।

বিশ্লেষকরা বলছেন, ইইউ বাজারের চাহিদার সঙ্কট না কেটে যাওয়া পর্যন্ত এর সুফল পাবে না বাংলাদেশ।

২০১৬ সালে বাংলাদেশের শ্রমমান নিয়ে প্রশ্ন তুলে জিএসপি বা অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বাতিলে ইউরোপীয় ইউনিয়নের ন্যায়পাল কার্যালয়ে আবেদন করে শ্রম অধিকার নিয়ে কাজ করা চারটি সংগঠন। তবে গত ২৪ মার্চ ওই আবেদন নাকচ করে ন্যায়পাল কার্যালয় জানায়, তদন্তে বাংলাদেশে তেমন কোন ত্রুটি মেলেনি। বরং শ্রমমান উন্নয়নে ইউরোপীয় কমিশনের নির্দেশনা মতোই চলছে বাংলাদেশ।

নানামুখী সঙ্কটের ভেতর এ খবরকে স্বাগত জানিয়েছে দেশের পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

তারা জানায়, এতে ঘুচলো দেশের দুর্নাম।

বিআইডিএস এর জ্যেষ্ঠ গবেষক নাজনিন আহমেদ মনে করেন, এটি দেশের অর্থনীতির জন্য সুখবর। তবে করোনার সঙ্কট না কাটা পর্যন্ত এর সুফল পাবে না বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের ন্যায়পাল কার্যালয় জানায়, জিএসপি বিষয়ে আগামীতে কোনও সিদ্ধান্ত নিলে, তা ইউরোপীয় কমিশনই নেবে। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম