• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৭:০১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২০, ০৭:০১ পিএম

মনিটরিং টিমের অভিযান অব্যাহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়

মনিটরিং টিমের অভিযান অব্যাহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়
অভিযানের সংগৃহীত ছবি

নিয়মিত তদারকির অংশ হিসেবে ঢাকা মহানগরী ও জেলার বিভিন্ন বাজার ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (৪ এপ্রিল) অভিযানে নগরীর আটটি বেসরকারি হাসপাতাল- স্কয়ার হাসপাতাল, গ্রীনলাইফ হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল, কমফোর্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, শমরিতা হাসপাতাল ও বিআরবি হাসপাতালকে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানে নির্দেশনা অনুসরণ করার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।

মহানগরীর ১৭টি বাজারে- মৌলভীবাজার, মধুবাগ বাজার, শাহজাহানপুর বাজার, মালিবাগ রেলগেট বাজার, কারওরান বাজার,  খিলগাঁও রেলগেট বাজার, ধলপুর বাজার, কমলাপুর বাজার, যাত্রাবাড়ী বউবাজার, মানিকনগর বাজার, মিরপুর ৬নং কাঁচাবাজার, গুলশান-১ কাঁচাবাজার, গুলশান-২ কাঁচাবাজার, ভাটারা কাঁচাবাজার, নূরের চালা কাঁচাবাজার, শাহজাদপুর বাজার ও আটিবাজারে অভিযান চালানো হয়।

দিনব্যাপী এ অভিযানে শিশুখাদ্য, সার্জিকেল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার অতিরিক্ত দামে খুচরা বাজারে বিক্রি করায় ৬টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বিক্রয় মূল্যে কারসাজি ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, পণ্যের মোড়কে মূল্য না উল্লেখ করা, মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ সময় ভোক্তারা যাতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনে মজুদ না করেন সে বিষয়ে আহ্বান জানানো হয়। 

ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করা এবং এক ব্যক্তির নিকট অতিরিক্ত পরিমাণে পণ্য বিক্রয়কে নিরুৎসাহিত করা হয়।

টিসিবির ন্যায্যমূল্যে ট্রাকে পণ্য বিক্রয়ও তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় ভোক্তা অধিদফতরের তিনটি টিম ও অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম এ অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাস।

মন্ত্রণালয়ের মনিটরিং টিমে তদারকি করেন সহকারী পরিচালক মাগফুর রাহমান, প্রণব কুমার প্রামাণিক ও মাহমুদা আক্তার।

আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসএমএম