• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২০, ০৫:১১ পিএম

১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু ● সংগৃহীত

কোভিড-১৯ এর কারণে বিপর্যস্ত অসহায় দরিদ্র মানুষের জন্য শুরু হয়েছে  ১০ টাকা কেজি দরে চাল বিক্রি।

রোববার (৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় উদ্যোগে সকাল থেকে ঢাকাসহ সব বিভাগীয়, জেলা শহর ও পৌর এলাকায়, ওএমএস কর্মসূচির আওতায় এই চাল বিক্রি করা হয়েছে।

রাজধানীর মিরপুর ৭ নং ওয়ার্ডে, শিয়ালবাড়ীর রূপনগর ঝিলপাড় বস্তি ও মহাখালীর ৭ তলা বস্তি এলাকায় শুরু হয়েছে এই কার্যক্রম। চাল কেনার জন্য ওএমএসের চালবাহী ট্রাকের সামনে ভিড় করতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। স্বল্পমূল্যে চাল কিনতে পেরে খুশি তারা।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ জানান, প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই চাল বিক্রি করা হবে।

ভোটার আইডি কার্ড দেখিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। প্রতিটি পরিবার থেকে একজনের বেশি চাল কিনতে পারবেন না।

প্রতিদিন প্রতি ট্রাক থেকে ৩ হাজার কেজি চাল বিক্রি হবে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, পর্যায়ক্রমে ঢাকার ২৪টি স্পটে এই কার্যক্রম চলবে বলেও নিশ্চিত করেন সারোয়ার মাহমুদ।

এসএমএম