• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৩:৪১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২০, ০৩:৪১ পিএম

জ্বালানি তেলের দাম মাইনাসে

জ্বালানি তেলের দাম মাইনাসে

কোভিড-১৯ এর মহামারির মধ্যে চাহিদা কমে আসায় ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম মাইনাসে নেমে এসেছে।

টোকিও, হংকং এবং সাংহাইতে তেলের শেয়ার কমেছে, কিন্তু নিউ ইয়র্কে গত সপ্তাহের তুলনায় এটি রাতারাতি ১.৮ শতাংশ কমে গেছে। ফিউচার মার্কেটে মে মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল মাইনাস ৩৭ দশমিক ৬৩ ডলার।

মে মাসে সরবরাহের জন্য তেল কেনাবেচার চুক্তি করার সময় মঙ্গলবার (২১ এপ্রিল) শেষ হচ্ছে। এর মধ্যেই জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহের জন্য ব্যবসায়ীরা ব্যারেল প্রতি ২০ ডলারেরও বেশি অর্থ প্রদান করছেন, যা তেলের ‘প্রকৃত’ দামের কাছাকাছি বলে মনে করছেন বিশ্লেষকরা।

কোভিড মহামারির বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের মধ্যে গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা ৩০ শতাংশ কমেছে।

এসএমএম

আরও পড়ুন