• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০, ০৫:৩১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২০, ০৫:৩১ পিএম

৭ মে’র মধ্যে ধান কাটা শেষ হবে হাওরে

৭ মে’র মধ্যে ধান কাটা শেষ হবে হাওরে
সাম্প্রতিক ছবি

৭ মে (বৃহস্পতিবার) এর মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এর আগে মন্ত্রী নেত্রকোনার মদন উপজেলার দু’টি ইউনিয়নের হাওড়ে বোরো ধান কাটা পরিদর্শন করেন।

হাওরাঞ্চলে আগাম বন্যার পূর্বাভাসের প্রেক্ষিতে কৃষি মন্ত্রী বলেন, ধান ঘরে তুলতে কৃষকের যাতে কোনও সমস্যা না হয় এ লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ৪০০ হারভেস্টার ও ৯০০ রিপার মেশিন দিয়ে ধান কাটার পাশাপাশি সরকারি তত্ত্বাবধানে হাওরে শ্রমিক পাঠানো হচ্ছে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে হাওরের নিচু এলাকা এবং ৭ মে’র মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, এ বছর সারাদেশে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগের যোগান দেয় হাওরাঞ্চলের বোরো ধান। হাওরে বছরে শুধু একটি ফসল হয়, সেটি হলো বোরো ধান। এই ফসল ফলাতে হাওরের কৃষকেরা হাড়ভাঙা পরিশ্রম করেন এবং সার, সেচ, বালাইনাশকসহ প্রভৃতিতে তার সর্বস্ব বিনিয়োগ করেন।

তিনি বলেন, এ ফসল যদি নষ্ট হয়, সময়মতো ঘরে না তোলা যায় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি সারাদেশে খাদ্যের সঙ্কট সৃষ্টি হতে পারে। এ অবস্থায় হাওরের ফসল সুষ্ঠুভাবে ঘরে তোলা জরুরি। আর এটি করতে পারলে দেশের ধান উৎপাদনে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সাথে নিশ্চিত করবে খাদ্য নিরাপত্তা। কৃষি মন্ত্রণালয় এসব বিষয় বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসএমএম

আরও পড়ুন