• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২০, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২০, ০২:১০ পিএম

মুনাফাখোরদের খপ্পড়ে শিশুর দুধ ও খাদ্য পণ্য

মুনাফাখোরদের খপ্পড়ে শিশুর দুধ ও খাদ্য পণ্য
প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপের মধ্যে শিশু খাদ্য ও পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ।

ভোক্তাদের অভিযোগ, দুর্যোগে সুযোগ নিয়ে বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা। যদিও এজন্য শিশু খাদ্যের মজুত না থাকাকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা।

নবজাতক ও শিশু খাদ্যের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। দেশে কিছু কিছু উৎপাদন হলেও এখনও ডায়াপারের জন্য তাকিয়ে থাকতে হয় বিদেশের দিকেই।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন সারাবিশ্ব। এতে বিভিন্ন পণ্যের সাথে সরবরাহ ব্যবস্থা ভেঙে গেছে শিশু খাদ্য ও পণ্যেরও। এটিকেই সুযোগ হিসেবে নিয়েছে ব্যবসায়ীরা, মনে করেন ভোক্তারা।

মাসে আমদানি করা শিশু খাদ্যের চাহিদা প্রায় ১২০০ টন। আমদানিকারকরা বলছেন, এখন মজুত নেই বললেই চলে।

ফুডস্টাফ ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন বলছে, এই মুহূর্তে আমদানি করতে হবে বিমানযোগে। এজন্য প্রয়োজন অন্তত ১০০ কোটি টাকার তহবিল।

সম্প্রতি শিশু পণ্য ও খাদ্য আমদানিকারকদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এসএমএম