• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ০৮:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২০, ০৮:৩৫ পিএম

এপ্রিল থেকে কৃষিঋণে সুদ ৪ শতাংশ

এপ্রিল থেকে কৃষিঋণে সুদ ৪ শতাংশ
প্রতীকী ছবি

কৃষিখাতে ঋণের সুদহার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

করোনাভাইরাসের কারণে কৃষি খাতের ক্ষতি মোকাবেলার পাশাপাশি আগামীতে খাদ্যের উৎপাদন ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বর্তমানে কৃষি খাতে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহারে ঋণ দেয় ব্যাংকগুলো। তবে এখন গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ আদায় করবে ব্যাংক। অবশিষ্ট ৫ শতাংশ সুদ ক্ষতি বাবদ ভর্তুকি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

টেকসই লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রতিবছর কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যও ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক।

এসএমএম

আরও পড়ুন