• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০, ০৩:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২০, ০৪:০০ পিএম

‘এ লড়াই সবার বাঁচা মরার লড়াই’

‘এ লড়াই সবার বাঁচা মরার লড়াই’
ওবায়দুল কাদের ● ফাইল ছবি

দেশের এ সঙ্কটকালে বিভেদের রাজনীতি, করোনাভাইরাস (কোভিড-১৯) কে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনা সঙ্কট কোনও রাজনৈতিক ইস্যু হতে পারেনা। এ লড়াই সবার বাঁচা মরার লড়াই। এ সঙ্কটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাাত করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।

করোনা সঙ্কটকালে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধারণের কোনও বিকল্প নেই। আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন।

এসএমএম

আরও পড়ুন