• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২০, ০৮:০৮ পিএম

হাওরের ৬২ শতাংশ ধান কাটা সম্পন্ন

হাওরের ৬২ শতাংশ ধান কাটা সম্পন্ন
সংগৃহীত ছবি

হাওরের প্রায় ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। বাকি ধানের মধ্যে পাকা অবস্থায় রয়েছে ১৪ শতাংশ এবং এখনও পাকেনি ২৪ শতাংশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষক ও শ্রমিকদের উৎসাহ দিতে এবং সহমর্মিতা ও সহানুভূতি জানাতে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বুধবার (২৯ এপ্রিল) সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকদের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুসারে, হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া- এ সাত জেলায় এ বছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত কাটা হয়েছে ২ লাখ ৭৪ হাজার হেক্টর জমির ধান, যা শতকরা ৬২ ভাগ।

সিলেটে ৬৫, মৌলভীবাজারে ৭২, হবিগঞ্জে ৫৫, সুনামগঞ্জে ৬৫, নেত্রকোনায় ৭৪, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। ইউএনবি। 

এসএমএম

আরও পড়ুন