• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ০৩:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২০, ০৩:১৫ পিএম

বিজিএমইএ

ঢাকার বাইরে থাকা শ্রমিকদের বেতন পৌঁছে দেয়া হবে

ঢাকার বাইরে থাকা শ্রমিকদের বেতন পৌঁছে দেয়া হবে
প্রতীকী ছবি

গ্রামে অবস্থানরত পোশাক শ্রমিকদের এখন ঢাকায় আসতে হবে না, তাদের বেতন পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি।

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে পোশাক কারখানা খোলা রাখা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। মঙ্গলবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিএমইএ-বিকেএমইএ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, শুধু ঢাকায় অবস্থানরত শ্রমিকদের নিয়েই পোশাক কারখানা চালু করা হচ্ছে বাইরে থেকে কোনও শ্রমিক আসতে পারবেন না। এরপর দিনই বিজিএমইএ এ বার্তা শ্রমিকদের জানান।

ঢাকা, গাজীপুর ও আশেপাশের এলাকার বেশ কিছু পোশাক কারখানা খোলার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা আসছেন কাজে যোগ দিতে।

এসএমএম

আরও পড়ুন