• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২০, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২০, ০৩:৩১ পিএম

শপিংমল খোলায় দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে সাধারণ মানুষ

শপিংমল খোলায় দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে সাধারণ মানুষ
ফাইল ছবি

একদিকে বাড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ, আরেকদিকে খুলছে শপিংমল। এ পরিস্থিতিতে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে সাধারণ মানুষ। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে। একইসাথে অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়া এবং সামাজিক দূরত্ব মেনেও চলতে হচ্ছে সব শ্রেণিপেশার মানুষকে। তাই পোশাক কারখানা, শপিংমল, দোকানপাট খুললে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন তারা।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি-বেসরকারি অফিসে ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হলেও ঈদকে সামনে রেখে শর্তসাপেক্ষে আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে খুলছে হাটবাজার, ব্যবসাকেন্দ্র, দোকানপাট-শপিংমল। একইসাথে সীমিত আকারে চালু হচ্ছে আরো বেশ কিছু খাতের প্রতিষ্ঠান।

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। টানা এক সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত হচ্ছেন ৫০০ এর বেশি মানুষ। এ অবস্থায় বন্ধ থাকা দোকানপাট-শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তে সংক্রমণের ঝুঁকি ছড়িয়ে পড়ার আশঙ্কা সাধারণ মানুষের।

চলমান সঙ্কটে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রাখতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দোকান খোলার পর ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে সামাজিক দূরত্ব অনুসরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

ঈদের আগে শপিংমল, দোকানপাট খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা।

এসএমএম

আরও পড়ুন