• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৪:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৪:৪৫ পিএম

কোভিড-১৯

উত্তরাঞ্চলে ফের মঙ্গার শঙ্কা

উত্তরাঞ্চলে ফের মঙ্গার শঙ্কা
সংগৃহীত ছবি

বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে উত্তরাঞ্চলে আবারও মঙ্গার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গা মোকাবেলায় কৃষিপণ্যের ন্যায্য মূল্য ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা নিশ্চিতে জোর দিচ্ছেন তারা।

কৃষিবিভাগ বলছে, খাদ্য উৎপাদন বাড়ানো আর আমদানি জটিলতা দূর করতে কাজ চলছে।

দেশের উত্তরাঞ্চল এক সময় পরিচিতি ছিল মঙ্গাপীড়িত হিসেবে। গেল কয়েক বছরের সরকারি-বেসরকারি নানা কর্মপরিকল্পনায় সেই পরিচিতি কাটিয়ে উঠেছে এই অঞ্চলের মানুষ।

তবে এবার বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে উত্তরাঞ্চলে আবারও মঙ্গার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, কৃষিপণ্যের নায্য মূল্যে ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা নিশ্চিত করা না গেলে ফিরতে পারে অভাব।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলছেন, খাদ্য উৎপাদন নিশ্চিত আর আমদানি নির্ভরতা কমাতে কাজ করছেন তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলছেন, মঙ্গা মোকাবেলায় প্রান্তিক পর্যায়ে কৃষকের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। সরকার ঘোষিত নানা পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করা গেলে এ অঞ্চলের সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন উন্নয়ন গবেষকরা।

আরও পড়ুন