• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৫:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৫:৩৩ পিএম

খোঁজ মেলিনি ন্যাশনাল ব্যাংকের রহস্যজনক সেই ৮০ লাখ টাকার

খোঁজ মেলিনি ন্যাশনাল ব্যাংকের রহস্যজনক সেই ৮০ লাখ টাকার
সংগৃহীত ছবি

ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকার একটি বস্তা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১০ মে) পুরান ঢাকার শাখা থেকে টাকা সংগ্রহের পর বাবুবাজার এলাকায় টাকাসহ বস্তাটি খোয়া যায় বলে জানা গেছে। তবে এই ঘটনায় একদিন পরও কোনও সূত্র খুঁজে পায়ই পুলিশ।

ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান এ অভিযোগে গতরাতে রাজধানীর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গতকাল পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহের ব্যাংকের গাড়ি প্রধান কার্যালয়ের দিকে ফেরার সময়, গাড়িতে থাকা নিরাপত্তা প্রহরী প্রথম একটি ব্যাগ না থাকার বিষয়টি খেয়াল করে।

তিনি জানান, এরপর রেজিস্টার বই চেক করে তারা দেখেন যে ব্যাংকের বাংলাবাজার শাখা থেকে নেওয়া বস্তাটি গাড়িতে নেই। রেজিস্টার অনুযায়ী, ওই বস্তায় ৮০ লাখ টাকা ছিল বলে তিনি জানান।

ওসি আরও জানান, নগদ পরিবহনের দায়িত্বে থাকা ব্যাংকের একজন এক্সিকিউটিভ, গাড়িচালক ও দুইজন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খোয়া যাওয়া বস্তা খুঁজতে, ওই গাড়ি যেসব রাস্তা দিয়ে গেছে, সে সব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।

প্রাথমিকভাবে এ ঘটনার কোনও সূত্র পর্যন্ত পাওয়া যায়নি বলে তিনি জানান।

এসএমএম

আরও পড়ুন