• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৪, ২০২০, ০৮:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২০, ০৮:২৬ পিএম

দেশে করোনাভাইরাস ধ্বংসকারী কাপড় উদ্ভাবন

দেশে করোনাভাইরাস ধ্বংসকারী কাপড় উদ্ভাবন
সংগৃহীত ছবি

করোনাকালে সুখবর দিলো দেশের টেক্সটাইল খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড। তাদের উদ্ভাবিত কাপড়ে ধ্বংস হবে করোনাসহ সব ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া।

দাবি করা হচ্ছে, ভাইরাস-ব্যাকটেরিয়া কাপড়ে লাগার মাত্র ২ মিনিটেই ধ্বংস হয়ে যাবে।

করোনাভাইরাস সংক্রমনে কম্পমান পুরো বিশ্ব। অদৃশ্য এই শত্রুর প্রতিরোধে নানা উপায় খুঁজছে বিশ্ববাসী।

এমন পরিস্থিতিতে সুখবর নিয়ে এসেছে দেশের টেক্সটাইল খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড। উদ্ভাবন করেছে করোনা ধ্বংসকারী কাপড়।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি কাপড় ভাইরাস মেরে ফেলবে মাত্র ২ মিনিটে। আর কাপড়টি ২০ থেকে ৩০ বার ধোয়া পর্যন্ত ভাইরাস ধ্বংসে সক্রিয় থাকবে। তবে মানবদেহের জন্য এই কাপড় কোনও ক্ষতির কারণ হবে না।

প্রতিষ্ঠানটি দাবি, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি নিয়ন্ত্রক সংস্থা ভাইরাস প্রতিরোধী এই কাপড় ব্যবহারের অনুমোদন দিয়েছে। একইসাথে কয়েকটি দেশের ক্রেতার মধ্যে কাপড়ের চাহিদা তৈরি হয়েছে।

এক দেড় মাসের মধ্যে প্রতিষ্ঠানটির নিজস্ব অনলাইন মার্কেট প্লেস ‘ব্লু- জিনস’-এ মিলবে করোনা ধ্বংসী কাপড়।

বিশেষায়িত এ ফেব্রিক্স উদ্ভাবনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে সুইজারল্যান্ডের দুইটি প্রতিষ্ঠান। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম

আরও পড়ুন