• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২০, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২০, ০৫:১৬ পিএম

‘মৌসুমী ফলের বাজার নিশ্চিতে সব পদক্ষেপ নেবে সরকার ’

‘মৌসুমী ফলের বাজার নিশ্চিতে সব পদক্ষেপ নেবে সরকার ’

আম লিচুসহ সবধরনের মৌসুমী ফলের বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে প্রয়োজনে সব পদক্ষেপ নিবে সরকার। 

শনিবার (১৬ মে) সকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রী ও জেলা প্রশাসকেদের ডিজিটাল বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী করোনার মহামারিতে কৃষকদের লোকসান ঠেকাতে প্রয়োজনে পুলিশসহ বিভিন্ন বাহিনীর ব্যারাকে রেশন হিসেবে ফল বিতরনের আহবান জানান।

কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক জানান, পরিবহন ব্যবস্থা নিশ্চিত, প্রক্রিয়াজাতকরণ, স্থানীয়ভাবে বাজার তৈরিসহ বহুমুখী ব্যবস্থা নিচ্ছে তার মন্ত্রণালয়। আম পরিবহনে রেল ব্যবস্থাকে যুক্ত করার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

এসএমএম