• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০২০, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২০, ০১:০৪ পিএম

কোভিড-১৯

বাজেট কমছে ৫ মেগা প্রকল্পে

বাজেট কমছে ৫ মেগা প্রকল্পে
ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অর্থনীতি চাপে থাকায় আগামী অর্থবছরের বাজেটে মেট্রোরেলসহ শীর্ষে থাকা পাঁচ মেগা প্রকল্পে বরাদ্দ কমছে। সাতটি মেগা প্রকল্পে ৩৪ হাজার ২৬৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন বাজেটে।

পরিকল্পনা কমিশন বলছে, বাস্তবায়ন সক্ষমতা বিবেচনায় নিয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। তবে বরাদ্দ কমলেও নির্মাণ কাজে কোনও সমস্যা হবেনা বলে।

করোনাভাইরাসের পরিস্থিতিতে বর্তমানে মেট্রোরেল প্রকল্পের রাস্তার কাজ থেমে থাকলেও সীমিত আকারে কাজ চলছে এর ডিপো ও গাজীপুরের কারখানায়। এপ্রিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ। বাকি কাজ এগিয়ে নিতে ২০২০-২১ অর্থবছরে এ প্রকল্পে ৪ হাজার ৩৭০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেয়া হয়েছে। চলতি বাজেটে যা ছিলে ৭ হাজার ২১২ কোটি টাকা।

পদ্মাসেতুতেও আগামী অর্থবছরে বরাদ্দ কমছে ৩৭০ কোটি টাকা। এছাড়া পদ্মা সেতু রেল প্রকল্পের জন্য আসছে অর্থবছরে ৩০৫ কোটি টাকা কমিয়ে বরাদ্দ দেয়া হচ্ছে ৩ হাজার ৬৮৫ কোটি টাকা।

পায়রা গভীর সমুদ্র বন্দরে সবচে কম ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।

দোহাজারী-রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নূরুল আমিন বলেন, বরাদ্দ কমানো হলেও অর্থের অভাবে কোনও প্রকল্পের কাজ বন্ধ থাকবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে বরাদ্দ থেকে অর্থ দেয়া হবে।

বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বরাদ্দের অগ্রাধিকারে পরিবর্তন আনতে হবে। অর্থ বরাদ্দের ক্ষেত্রে স্বাস্থ্য, কৃষিসহ অর্থনীতি বহুমূখীকরণে প্রধান্য দিয়ে প্রকল্প নির্বাচনের পরামর্শ তাদের।

অন্যান্য মেগাপ্রকল্পে বরাদ্দ কমলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাড়ছে ৭১১ কোটি টাকা। নতুন অর্থবছরে বরাদ্দ দেয়া হচ্ছে ১৫ হাজার ৬৯১ কোটি টাকা।

এসএমএম

আরও পড়ুন