• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০২০, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২০, ০৪:০৫ পিএম

মঙ্গলবার বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দেবে গ্রামীণফোন

মঙ্গলবার বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দেবে গ্রামীণফোন

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মঙ্গলবার ( ১৯ মে) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে যাচ্ছে গ্রামীণফোন।

সোমবার (১৮ মে) বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক এ তথ্য জানান।

গত ২০ ফেব্রুয়ারি আদালতের দেয়া নির্দেশ অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রথম কিস্তির এক হাজার কোটি টাকা পরিশোধ করে ২৩ ফেব্রুয়ারি।

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই টাকা জমা দেয়ার জন্য তাদের হাতে ৩০ মে পর্যন্ত সময় রয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং জানিয়েছে যে আগামীকাল এই অর্থ পরিশোধ করবে।

টাকা গ্রহণের জন্য একটি অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

এসএমএম

আরও পড়ুন