• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৬:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২০, ০৬:১৯ পিএম

কোরাম পূরণ করে ৮০ জন নিয়ে বাজেট উপস্থাপন

কোরাম পূরণ করে ৮০ জন নিয়ে বাজেট উপস্থাপন
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে কোরাম পূর্ণ করে সর্বোচ্চ ৮০ জনের অংশগ্রহণে বাজেট উপস্থাপন হয়েছে।

কোরাম পূর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৬০ জন বা তার কিছু বেশি সদস্য অধিবেশনে উপস্থিত থাকবেন বলে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১১ জুন) একাদশ জাতীয় সংসদের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়।

১২ কার্যদিবসের এবারের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করেন।

এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজায় কোটি টাকা। বাজেট পেশের পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় অধিবেশন মূলতবি থাকবে। ১৪ ও ১৫ জুন ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হতে পারে।

১৬ জুন প্রস্তাবিত সাধারণ বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ২৯ জুন (সোমবার) বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে এবং অর্থবিল আকারে পাস হবে।

প্রতিবছর বাজেট উপস্থাপন সরাসরি দেখার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি, বুদ্ধিজীবী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এ বছর তার ব্যতিক্রম। করোনাভাইরাস এর কারণে গণমাধ্যমকর্মীদেরও সংসদে গিয়ে সংবাদ সংগ্রহে নিরুৎসাহিত করা হয়।

এসএমএম

আরও পড়ুন