• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২০, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২০, ০৫:০২ পিএম

মোবাইল ফোনে বাড়তি টাকা কাটা শুরু

মোবাইল ফোনে বাড়তি টাকা কাটা শুরু
প্রতীকী ছবি

বাজেটে প্রস্তাবের পর বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত মধ্যরাত থেকেই মোবাইল সেবায় বাড়তি হারে সম্পূরক শুল্ক কাটা শুরু করেছে দেশের মোবাইল ফোন অপারেটররা।

বাজেট ঘোষণা আসার পরই এ সংক্রান্ত আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।

করোনা লকডাউনে মানুষ ঘরে থাকায় আগের চেয়ে মোবাইলে যোগাযোগ বেড়েছে কয়েকগুণ। তাই মোবাইল সেবার খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। বর্ধিত করের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে যোগাযোগ করে হলে কোন মন্তব্য করেননি তিনি।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়। এর ফলে ১০০ টাকা রিচার্জে সরকারি কোষাগারে কর হিসেবে যাবে ২৫ টাকার কিছু বেশি।

মোবাইল ফোন অপারেটররা বলছে, এর ফলে বর্তমানে সেবায় ১৫ শতাংশ ভ্যাট এবং ১ শতাংশ সারচার্জ, ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর মিলে মোট কর ৩৩.২৫ শতাংশে দাঁড়ালো। এতে বেড়ে গেছে মোবাইলে কথা বলা, এসএমএস ও ডেটা ব্যবহারের খরচ।

এসএমএম

আরও পড়ুন