• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৭, ২০২০, ০৯:০০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৭, ২০২০, ০৯:০০ পিএম

করোনা চিকিৎসায় ডেক্সামেথাসনের প্রশংসা করছে ডাব্লিউএইচও

করোনা চিকিৎসায় ডেক্সামেথাসনের প্রশংসা করছে ডাব্লিউএইচও

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ডেক্সামেথাসন ওষুধের 'ক্লিনিক্যাল ট্রায়ালের' ফলাফলকে দারুণ সাফল্য হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। ডাব্লিউএইচও'র প্রধান টেডরস অ্যাডহানম ঘেবরেয়াসাস গতকাল মঙ্গলবার জানিয়েছেন, করোনায় গুরুতর রোগী ডেক্সামেথাসন গ্রহণে সেরে উঠছে।

ডাব্লিউএইচও'র প্রধান এক বিবৃতিতে বলেছেন, করোনা আক্রান্ত হয়ে অক্সিজেন এবং লাইফ সাপোর্টের প্রয়োজন হওয়া রোগীদের মৃত্যুর হার হ্রাস করার মতো এটিই প্রথম চিকিৎসা। এটা দারুণ সংবাদ। ব্রিটিশ সরকার, অক্সফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতাল ও এর রোগীদের আমি অভিনন্দন জানাচ্ছি। তারা সবাই জীবন রক্ষাকারী বৈজ্ঞানিক ওষুধ আবিষ্কারে সহায়তা করেছেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, ডেক্সামেথাসন ওষুধ ব্যবহারের ফলে করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় অক্সিজেন কিংবা লাইফ সাপোর্টে থাকা রোগীর মৃত্যুর ঝুঁকি কমে যাচ্ছে।

ডাব্লিউএইচও বলছে, গবেষকরা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফল প্রকাশ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত ফল শিগগিরই প্রকাশ করা হবে। সূত্র  : স্পুটনিক

এসকে