• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২০, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২০, ০৩:১২ পিএম

অস্থির স্বর্ণের বাজার

অস্থির  স্বর্ণের বাজার
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড০১৯)-এর মধ্যেই দেশের বাজারে রেকর্ড পর্যায়ে পৌঁছালো স্বর্ণের দাম। এক মাসের মধ্যে আবারও বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম।

২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ৫ হাজার ৭১৩ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ৬৯ হাজার ৮৬৭ টাকা।

বাড়তি দামের জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছে জুয়েলার্স সমিতি। হঠাৎ দাম বেশি হাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

মঙ্গলবার (২৩ জুন) থেকেই কার্যকর হওয়া দামে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৮৬৭ টাকায়।

সোমবার (২২ জুন) পর্যন্ত যার বিক্রয়মূল্য ছিলো ৬৪ হাজার ১৫২ টাকা। নতুন মূল্য অনুযায়ী এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা।

সনাতন পদ্ধতিতে বিক্রি হওয়া প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৬৪৭ টাকা। বাড়তি দামের প্রভাব পড়েছে বাজারে।

ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় দেড় শতাংশ। এশিয়া অঞ্চলে লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১ হাজার ৭৫০ ডলার ছাড়িয়ে যায়। গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১৯ শতাংশ বেড়েছে।

এর আগে সবশেষ ২৮ মে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

এসএমএম

আরও পড়ুন