• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২৯, ২০২০, ০৪:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২০, ০৪:০২ পিএম

১৭ বছর পর কমলো ব্যাংক রেট

১৭ বছর পর কমলো ব্যাংক রেট

২০২০-২১ অর্থবছরের জন্য সম্প্রসারণ ও সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। 


মুদ্রা নীতিতে বেসরকারিখাতের ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ এবং সরকারের ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ৪৪ দশমিক  ৪ শতাংশ। আর অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৯ দশমিক ৩ শতাংশ।

করোনার কারণে এবার মুদ্রানীতি প্রকাশে কোন আনুষ্ঠানিকতা ছিল না। এ নীতি বাস্তবায়নে নীতি সুদ হার-রেপো ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ এবং রিভার্স রেপোর সুদ হার ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে।

 
এছাড়া ব্যাংক রেট ১৭ বছর পর পরিবর্তন করে ৪ শতাংশ করা হয়েছে। এবার আনুষ্ঠানিকতা ছাড়া শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতি ও গভর্নরেরর লিখিত বক্তব্য প্রকাশ করা হয়েছে।
এম