• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০২০, ১২:১৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০২০, ১২:১৮ এএম

এক মাসে প্রবাসী আয়ের রেকর্ড

এক মাসে প্রবাসী আয়ের রেকর্ড

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যেও রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে দেশে। গেলো মাসের চেয়ে ৩৬ কোটি ডলার বেড়ে জুলাইয়ে এসেছে ২৬০ কোটি ডলার। যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এর আগে জুন মাসে প্রবাসী আয় আসে ১৮৩ কোটি ডলার, যা মে মাসের তুলনায় ছিল প্রায় ২২ শতাংশ বেশি। সেটিও একক মাসের হিসেবে রেকর্ড ছিলো। জুলাইয়ে ভাঙল সেই রেকর্ডও।

এক মাসের ব্যবধানে তিন হাজার ৭২৮ কোটি ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর ২ শতাংশ প্রণোদনার কারণে গত অর্থবছর ১ হাজার ৮০০ কোটি ডলার বেশি প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

কেএপি

আরও পড়ুন