• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০, ১২:০০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২০, ০১:৫০ এএম

‘পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, আতঙ্কের কিছু নেই’

‘পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, আতঙ্কের কিছু নেই’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ● ফাইল ছবি

দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।  পেঁয়াজ আমদানি করতে বিকল্প বাজার খোঁজা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, ভারত ছাড়াও অন্য দেশ থেকে পেঁয়াজ আসা শুরু করেছে।

এর আগে দেশের পেঁয়াজের বাজারে যখন অস্থিরতা চলছে, ঠিক তখন কোনও ঘোষণা ছাড়াই রফতানি বন্ধ করে ভারত। স্থানীয় বাজার স্থিতিশীল রাখতেই রফতানি বন্ধের আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে ভারত সরকার। ফলে দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসছে না।

কেএপি