• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ১২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২০, ১২:২৪ পিএম

ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত, বিক্রি বাড়লো ২৫ ভাগ

ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত, বিক্রি বাড়লো ২৫ ভাগ
ফাইল ছবি

করোনায় তিন মাসের বেশি সময় ব্যবসা বন্ধ থাকলেও আবার ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত। গেলো দুই মাসে বিক্রি বেড়েছে ২০ থেকে ২৫ ভাগ। আর ব্যবসা বাড়াতে ২৫ ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে নির্মাণকাজ চালু হওয়ায় বেড়েছে শ্রমিকদের আয়ও।

গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, সরকারি প্রণোদনার পাশাপাশি নির্মাণকাজ চালু হওয়ায় গতিশীল হচ্ছে আবাসন খাত। করোনা পরিস্থিতির ক্ষতি মোকাবিলায় আবারও শুরু হয়েছে আবাসন খাতের নির্মাণকাজ। ফলে বেড়েছে শ্রমিকদের কর্মব্যস্ততা। পুরোদমে না হলেও কাজ শুরু হওয়ায় বেড়েছে আয়ের সুযোগ। এতে পরিবার নিয়ে কোনো রকমে চলার সুযোগ মিলেছে বলেও জানিয়েছেন তারা।

আবাসন খাতের সংগঠন রিহ্যাব বলছে, করোনার মধ্যে শূন্যের কোঠায় নেমে এসেছিলো আবাসন ব্যবসা। তবে বর্তমানে আবারেও শুরু হয়েছে ফ্ল্যাট বিক্রি। গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, আবাসন খাতের ব্যবসায় গতি ফেরাতে প্রণোদনার পাশাপাশি সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

তবে আবাসন খাতের মন্দা কাটাতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

জাগরণ/এমএইচ
 

আরও পড়ুন