• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০, ০২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০২০, ০২:৪৯ পিএম

বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন: কৃষিমন্ত্রী

বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন: কৃষিমন্ত্রী

ক্রেতা, আড়ত ও কোল্ডস্টোরেজ পর্যায়ে আলুর সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে সরকার। তবে সরকারের এই নির্দেশনা মানা হচ্ছে না কোনো পর্যায়েই। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণ করা খুব কঠিন এবং বাস্তবে এটা করা যায় না। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, আলুর দাম বৃদ্ধি বিষয়ে সরকার নীরব ভূমিকায় নেই, তবে আলুর দাম কমতে আরো ২০-২৫ দিন সময় লাগবে।

এর আগে দেশে খুচরা পর্যায়ে আলুর দাম ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেধে দেওয়া হয়েছে ২৩ টাকা। গেলো কয়েকদিন ধরে আলুর বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে। রাজধানীর বাজারে আলু বিক্রি হয় মান ভেদে ৫০ থেকে ৬০ টাকা।

কৃষি বিপণন অধিদফতর বলছে, খুচরা পর্যায়ে দামের এই উল্লম্ফন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে নজরদারি জোরদার করার জন্যে জেলা প্রশাসক ও জেলা বাজার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বছরে আলুর চাহিদা প্রায় ৭৭ লাখ টন। চলতি মৌসুমে উৎপাদন হয়েছে এক কোটি টন। বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকার পরো এবার দামে রেকর্ড তৈরি হয়।

জাগরণ/এমআর