• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০, ০২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০২০, ০২:১৭ পিএম

সয়াবিন তেলের দাম কমলো

সয়াবিন তেলের দাম কমলো
ছবি: সংগৃহীত

সয়াবিন তেল ও পাম অয়েলের দাম কমানো হয়েছে। মিলগেটে প্রতি লিটার সয়াবিন তেল ২ টাকা কমিয়ে ৯০ টাকা করা হয়েছে। সেইসঙ্গে পাম অয়েল লিটার প্রতি ২ টাকা কমিয়ে ৮০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। বৈঠকে  উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন।

এ তথ্য নিশ্চত করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী জানান, আজ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তেল ব্যবসায়ীরা। সেখানে সয়াবিন ও পামওয়েল তেলের দাম লিটারে ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জাগরণ/এমআর