• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ০২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২০, ০২:৫৯ পিএম

সাগর উত্তাল, বন্দরে পণ্য খালাস ব্যাহত

সাগর উত্তাল, বন্দরে পণ্য খালাস ব্যাহত
ফাইল ছবি

খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার হলেও বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে এবার বাদ সেজেছে বৈরী আবহাওয়া।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সর্তক সংকেত দেখিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সাগরও উত্তাল রয়েছে। সেকারণে ধর্মঘট শেষ হলেও পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে বাড়তি জরিমানা গুণতে হচ্ছে পণ্যবাহী জাহাজগুলোকে। তবে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকলেও বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার উঠানামা ও সড়কপথে পরিবহন স্বাভাবিক রয়েছে। 

এ প্রসঙ্গে লাইটার জাহাজ তদারককারী প্রতিষ্ঠান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম সচিব আতাউল করিম রঞ্জু (অপারেশন) জানান, ধর্মঘট কাটিয়ে শুক্রবার বহির্নোঙর থেকে পণ্য খালাসের জন্য ৪০টি লাইটার জাহাজ যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে। 

জাগরণ/এমআর