• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০২০, ০২:০৮ পিএম

আলু কারসাজি, হিমাগারে অভিযান

আলু কারসাজি, হিমাগারে অভিযান

প্রায় দুই মাস ধরে রাজধানী ঢাকাসহ দেশে আলুর বাজারে অস্থিরতা চলছে। আলুর বাজার নিয়ন্ত্রণে দুই দফা মূল্যনির্ধারণ করে দেয় সরকার। এরপরও সরকার নির্ধারিত মূল্যে দাম রাখা হচ্ছে না। 

উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক আলু বাজারজাত নিশ্চিত করতে আলুর হিমাগারগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হিমাগারগুলোতে অভিযান চলে। এ সময় সরকারি নির্দেশনা মোতাবেক আলু বাজারজাত করার বিষয়টি খতিয়ে দেখা হয়। 

এছাড়াও ব্যবসায়ীরা আলু মজুদ রেখে যাতে সঙ্কট তৈরি না করে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। হিমাগারগুলোতে রাখা আলু বাজারে স্বাভাবিকভাবে সরবরাহ করতে ব্যবসায়ীদের বলা হয়েছে। সরকার নির্ধারিত দাম যাতে সবাই মেনে চলে সে বিষয়েও সতর্ক করা হয়েছে।

জাগরণ/এমআর