• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০১৯, ০৮:৩৭ এএম

এবার অর্থমন্ত্রী পেল না সিলেট 

এবার অর্থমন্ত্রী পেল না সিলেট 
সিলেটের সন্তান সাবেক তিন অর্থমন্ত্রী সাইফুর রহমান, শাহ এ এম এস কিবরিয়া ও আবুল মাল আবদুল মুহিত

 

দেশের মানুষের এটি যেন চিন্তায় বসে গেছে। আর সেটি হলো ‘অর্থ মন্ত্রণালয় মানেই সিলেট’। কারণ গত ২৮ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি আমলে যারাই অর্থমন্ত্রী ছিলেন, তারা সবাই ছিলেন সিলেট অঞ্চলের বাসিন্দা। তবে এবার সেখানে ছেদ ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার নতুন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন কুমিল্লার আ হ ম মুস্তফা কামালকে যিনি বিদায়ী সরকারে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব ছিলেন। সোমবার (৭ জানুয়ারি) বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রী যারা হচ্ছেন তার তালিকা সংবাদ সম্মেলন করে রবিবার বিকেলেই ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

উল্লেখ্য, ৯০ এর দশকে দেশে সিলেট অঞ্চলের কেউ ছাড়া অর্থমন্ত্রী হতেই পারে না এমন ধারণা তৈরি হয়েছিল সব মহলে। ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। টানা ৫ বছর ওই দায়িত্বে ছিলেন তিনি। সাইফুর ১৯৮০ সালে প্রথম অর্থমন্ত্রী হন, সেটাই ‘সিলেটি’ কারও প্রথম অর্থমন্ত্রী হওয়া। জিয়াউর রহমানের সরকারে ২ বছর ওই দায়িত্বে ছিলেন তিনি। সাইফুর রহমানের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থমন্ত্রী হন শাহ এ এম এস কিবরিয়া। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। যা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত।

শেখ হাসিনার সরকারে ৫ বছর দায়িত্ব পালনকারী কিবরিয়া বিএনপি জামায়াত জোট সরকার আমলে গ্রেনেড হামলায় নিহত হন।  
২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আবারো ক্ষমতায় এলে সাইফুর রহমানকে পুনরায় অর্থমন্ত্রী করেন। পুরো মেয়াদ সেই দায়িত্বে ছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকার গঠনের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়ার জন্য বেছে নেন আরেক ‘সিলেটি’ আবুল মাল আবদুল মুহিতকে। মুহিত তার আগেও ১৯৮২ সালে এইচ এম এরশাদের সামরিক সরকারের শাসনকালে অর্থমন্ত্রী ছিলেন। ওই সরকারে থেকে দুটি বাজেটও দিয়েছিলেন তিনি। ২০০৯ সালে শপথ নেয়ার পর একটানা দুই মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন মুহিত। তিনি এবার নির্বাচন করেন নি। 

এএইচএস/এএস