• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৭:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২১, ০১:৪৪ এএম

পেটের দায়ে কর্মন্থলে যোগ দিয়েছে ৯০% শ্রমিক

পেটের দায়ে কর্মন্থলে যোগ দিয়েছে ৯০% শ্রমিক
সংগৃহীত ছবি

পোশাক কারখানাগুলোতে রোববার (১ আগস্ট) কাজে যোগ দিয়েছেন ৯০ শতাংশের বেশি শ্রমিক।

বিজিএমইএ জানায়, কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে প্রথম দিনে কাজ করেছে সংগঠনটির ১৫টি মনিটরিং টিম।

জীবন ও জীবিকার সমীকরণ মেলানোর দোহাই দিয়ে প্রায় ২ সপ্তাহ পর কঠোর লকডাউনের মাঝেই খুলল দেশের শিল্প কারখানাগুলো।

যাত্রাপথের অবর্ণনীয় ঝক্কি ঝামেলা পেরিয়ে বেশিরভাগ শ্রমিকই যোগ দিয়েছেন কাজে। চাকরি বাঁচাতে সীমিত সময় গণপরিবহন খোলার সুযোগ নিয়ে বাকিরাও কর্মস্থলের পথে।

প্রথম দিনে ঢাকার আশেপাশের বেশিরভাগ কারখানায়ই দেখা গেছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা। যদিও ছিল না সামাজিক দূরত্ব মেনে চলার বালাই।

মালিকদের চাপাচাপিতে নতি স্বীকার করে গত ৩০ জুলাই (শুক্রবার) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

করোনাভাইরাস (কোভিড-১৯)—এর সংক্রমণের ঊর্ধ্বমুখি বাস্তবতায় এভাবে কারখানা খোলার তীব্র সমলোচনা করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জাগরণ/এমএ