• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ০৬:৪৮ পিএম

পুঁজিবাজারে দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ১২শ কোটি

পুঁজিবাজারে দুই ঘণ্টায় লেনদেন ছাড়াল ১২শ কোটি
ছবি-সংগৃহীত ।

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার (৩ আগস্ট) চলছে লেনদেন সূচকের  ঊর্ধ্বমুখী প্রবণতা। সপ্তাহের তৃতীয় কার্যদিবস এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত সবকটি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। তাতে লেনদেনের দুই ঘণ্টায় (সকাল ১০টা থেকে দুপুর ১২টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০১ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, লেনদেনের প্রথম দুই ঘণ্টায় মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এ সময়ে লেনদেন হয়েছে এক হাজার ২৭৫ কোটি ৯৭ লাখ ৩ হাজার টাকা।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩১ কোম্পানির সবকটির শেয়ারের দাম বেড়েছে। বেড়েছে আর্থিক ও প্রকৌশল খাতের অধিকাংশ শেয়ারের দামও।

ডিএসইতে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সিভিও পেট্রোক্যামিক্যালস, সিমটেক্স, জেমিনি সি ফুডের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১০ লাখ ৯০হাজার ৪২৪ টাকা।


জাগরণ/এসকেএইচ