• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:৪৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:৪৬ এএম

মোকামে কমলেও খুচরা বাজারে চড়া চাল

মোকামে কমলেও খুচরা বাজারে চড়া চাল
ফাইল ফটো

দেশের বড় চালের মোকামে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার চাল আমদানির পাশাপাশি ন্যায্যমূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয়ায় চালের দাম কমেছে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা।

তারা জানান, নতুন ধান উঠলে এই দাম আরও কমবে। যদিও ক্রেতারা বলছেন, খুচরা বাজারে এখনও চাল বিক্রি হচ্ছে আগের দামেই।

দিনাজপুরে চালের দাম চড়া থাকলেও চলতি সপ্তাহ থেকে কিছুটা দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি সহ খোলা বাজারে চাল বিক্রির কারণে কেজিতে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা।

জেলার খুচরা বাজারগুলোতে মোটা স্বর্ণা চাল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়, বিআর ২৮ চাল ৪৬ থেকে ৪৮ টাকা এবং মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৩ থেকে ৫৫ টাকা দরে।

কুষ্টিয়ায় চাল ব্যবসায়ীরা বলছেন সব ধরনের চালের দাম কমেছে কেজিতে ২ টাকা করে। কিন্ত ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে দেশি চালের দাম কমে নি। যদিও খুচরা বিক্রেতারা বলছেন চালের দাম সামনে আরও কমবে।

ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি ৫০ কেজির বস্তায় দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শুরু হওয়ায় নতুন করে চালের বাজার দর আর বাড়ার আশঙ্কা নেই।

জাগরণ/এমএ