• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ১২:২৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০২১, ১২:২৫ পিএম

আমদানি চাল বাজারে এলেও কমেনি দাম

আমদানি চাল বাজারে এলেও কমেনি দাম
ফাইল ফটো

আমদানির চাল বাজারে এলেও দাম কমেনি বরং বিক্রি হচ্ছে বাড়তি দামেই।

খাদ্যমন্ত্রীর দাবি, এখনও সহনীয় পর্যায়ে রয়েছে চালের দাম।মিল মালিকদের অতি মুনাফার প্রবণতা কমাতে মূল্য কমিশন গঠনের তাগিদ তার। তবে আলাদা কমিশন নয়, সরকারি বিপণন বিভাগকে শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের।

চলতি বছর দেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। সরকারি গুদামে মজুদও যথেষ্ঠ। এরপরও যাতে দাম নিয়ন্ত্রণে থাকে এজন্য ১৭ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার।

বাজারেও পাওয়া যাচ্ছে বিদেশি চাল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই।

টিসিবি বলছে, গত এক সপ্তাহে সরু চালের দাম বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকায়, নাজিরশাইল ৬২ থেকে ৭০ টাকা। এ অবস্থায় দিশেহারা অবস্থা স্বল্প আয়ের মানুষের।

খাদ্যমন্ত্রীর যুক্তি, অন্য নিত্যপণ্যের তুলনায় চালের দাম কম বেড়েছে। বাজার স্বাভাবিক রাখতে মিলারদের আন্তরিক হতে বললেন খাদ্যমন্ত্রী।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আলাদা মূল্য কমিশন নয়, সরকারি সংস্থাগুলোকেই বাজার নিয়ন্ত্রণে আরও দক্ষ হতে হবে। আমদানির সুযোগ মিল মালিকদের না দিয়ে আমদানিকারকদের দেয়ার পরামর্শ তাদের।

খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেবে, সরকারি গুদামে এখন চালের মজুদ রয়েছে ১৪ লাখ ৯০ হাজার টন।

জাগরণ/এমএ