• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১২:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০২১, ০৬:০৬ পিএম

বাংলাদেশে পদ্মফুল রফতানি করবে ভারত

বাংলাদেশে পদ্মফুল রফতানি করবে ভারত

আসন্ন দুর্গাপূজা ঘিরে বাংলাদেশে পদ্মফুল রফতানি করবে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলা। এবারের পূজা উপলক্ষ করে মালদাহে ব্যাপকভাবে চাষ হয়েছে পদ্ম ফুলের। তাই দুর্গাপূজার শুরুতে আসাম, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের পাশাপাশি এবার বাংলাদেশেও পদ্মফুল পাঠানোয় উদ্যোগ নিয়েছেন ভারতের রফতানিকারকরা।

রফতানির এই উদ্যোগে খুশি হয়েছেন ভারতীয় পদ্মফুল চাষিরাও। এ বছর ফুল রফতানি করে ভালো লাভের আশা করছেন তারা।

একটি হিমঘরের মালিক এবং মাহাদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সাহা জানান, দুর্গাপূজার জন্য এখন থেকেই হিমঘরে পদ্মফুল সংরক্ষণের জন্য আসছেন চাষিরা।

দুর্গাপূজায় প্রয়োজন হয় ১০৮টি করে পদ্মফুল। আশ্বিন-কার্তিক মাসেও বিভিন্ন পূজায় পদ্মফুলের চাহিদা রয়েছে।  এতদিন ওড়িশা থেকেই বেশি পরিমাণে পদ্মফুল মালদাহের পাশাপাশি বাইরে রফতানি করা হত।

এবার ব্যাপক হারে পদ্মের চাষ হয়েছে মালদাহে। ফলে জেলার রফতানিকারকরা অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর চাহিদা মিটিয়ে বাংলাদেশেও পদ্ম রফতানির উদ্যোগ নিয়েছেন।

বাংলাদেশের আমদানিকারকরা পদ্মফুল আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

পদ্মের চাষ হয় মূলত পরিত্যক্ত জলাশয়ে। চাষিরা অন্যের পুকুর বা জলাশয় লিজ নিয়ে পদ্ম চাষ করেন থাকেন। আবার অনেকে নিজের জলাশয়েও চাষ করে থাকেন এই ফুল। দি স্টেটম্যান।

জাগরণ/এমএ