• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:৩৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ১২:৩৩ এএম

ঘাটতি নেই, তবুও বাড়ল পেঁয়াজের দাম

ঘাটতি নেই, তবুও বাড়ল পেঁয়াজের দাম
ফাইল ফটো

হঠাৎ করেই ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের।

এক সপ্তাহেরও কম সময়ে দাম বেড়েছে দ্বিগুণ।

রাজধানীতে ৪০-৪৫ টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ব্যবসায়ীদের অজুহাত- দুর্গাপূজা সামনে রেখে ভারত থেকে পেঁয়াজ কম আসায় দাম বাড়ছে।

ক্রেতারা বলছেন, চাহিদার চেয়ে দেশে এখন পেঁয়াজের উৎপাদন বেশি হলেও সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। 

১ অক্টোবর ( শুক্রবার) রাজধানীর পাইকারি বাজার শ্যামবাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪১-৪২ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সেই পেঁয়াজ সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে এখন বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। 

বাজারে একাধিক ক্রেতারা জানান, ব্যবসায়ীদের এমন অজুহাত মেনে নেয়া যায় না। উৎপাদন-সরবরাহ-আমদানি কোনওটিতেই ঘাটতি নেই। তারপরও সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছন অসাধু ব্যবসায়ীরা। 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে দেশে ৩৩ লাখ ৬২ হাজার চারশ টন পেঁয়াজ উৎপাদন হয় । যা বার্ষিক চাহিদার চেয়েও ১০ লাখ টন বেশি। আবার সারাবছর ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানিও হচ্ছে।

জাগরণ/এমএ