• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১১:৫৬ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২১, ১১:৫৬ এএম

ভোমরা স্থলবন্দরে ফের আমদানি-রফতানি শুরু

ভোমরা স্থলবন্দরে ফের আমদানি-রফতানি শুরু
সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা পাঁচ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

রোববার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। ফলে শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভারত-বাংলাদেশের সংশিষ্ট বন্দর এলাকায়।

আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ী সংগঠন ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থলবন্দরের ওপারে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টর, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ারও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১১অক্টোবর) থেকে  (১৬ অক্টোবর) পর্যন্ত সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আজ সকাল থেকে স্থলবন্দরে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। ফলে শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থল বন্দরে টানা পাঁচ দিন ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

জাগরণ/এমএ