• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২২, ১১:১০ এএম

বাজারে দামের নৈরাজ্য রুখবে কে?

বাজারে দামের নৈরাজ্য রুখবে কে?
ফাইল ফটো

বাজারে প্রতিদিনই বাড়ছে কোনও না কোনও পণ্যের দাম। খাদ্যদ্রব্যের পাশাপাশি নিত্য ব্যবহার পণ্যের বাজারও এখন ঊর্ধ্বমুখী। সাবান, ডিটারজেন্ট পাউডার ও বিস্কুটের দাম গত দুই মাসে বেড়েছে গড়ে ২০ শতাংশের মত। এ যেন দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে। আর এতে নাভিশ্বাস উঠেছে ভোক্তাদের।

সাবান, তেল, ডিটারজেন্ট পাউডার, শাম্পু কিনতে এখন বাড়তি খরচ করতে হচ্ছে। দুই মাস আগে এক কেজি হুইল পাউডার ৮৫ থেকে ৯০ টাকায় কেনা গেলেও এখন তা ১১০ টাকায়। মাঝারি আকারের একটি লাক্স সাবান ৪২ টাকায় পাওয়া গেলেও এখন তা কিনতে হচ্ছে ৪৮ টাকায়। ১৭ টাকার এক প্যাকেট টয়লেট টিস্যুর দাম বেড়ে এখন ২২ টাকায় বিক্রি হচ্ছে।

স্বস্তি নেই বিস্কুটের বাজারেও। আটা, ময়দা, তেলের বাড়তি দামের প্রভাব পড়েছে এ দামে। ব্র্যান্ড ভেদে প্যাকেটজাত বিস্কুটের দাম বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। সব পণ্যের দাম বাড়ায় বাজার ভোগান্তিতে মানুষ।

বাজার নিয়ন্ত্রণে সরকারি হুঁশিয়ারি এখন শুধু কাগজে কলমেই। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, তদারকি করা হচ্ছে সব পর্যায়ে। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

এখনই লাগাম টেনে না ধরলে আগামীতে পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে শঙ্কিত সবাই।

জাগরণ/এসএসকে/এমএ