• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৯, ২০২২, ০১:০৩ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০২২, ০১:০৩ এএম

৭% কর দিয়ে দেশে আনা যাবে পাচারের টাকা

৭% কর দিয়ে দেশে আনা যাবে পাচারের টাকা
প্রতীকী ছবি

বিদেশে অর্জিত অপ্রদর্শিত টাকা মাত্র ৭ শতাংশ কর দিয়ে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে আনা যাবে। পাশাপাশি, আয়কর রিটার্নে দেখানো যাবে।

সোমবার (৮ আগস্ট( এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে অফশোর ট্যাক্স অ্যামনেস্টি কার্যক্রম নিয়ে ব্যাংকগুলোর শাখায় বিজ্ঞপ্তি আকারে প্রচার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, দেশের বাইরে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ৭ শতাংশ কর দিয়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এনে আয়কর রিটার্নে দেখানো যাবে। গত ১৮ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের বাজেটে বিদেশে পাচার হওয়া টাকা বৈধ করার সুযোগ দেয়া হয়।

জানা গেছে, সুযোগ দেয়ার পরও কালো টাকা বৈধ করতে করদাতাদের অনাগ্রহ দেখা যাচ্ছে। সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থবছরে মাত্র ২ হাজার ৩১১ জন করদাতা ঘোষণা দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করেছেন। টাকার অঙ্কে যার পরিমাণ ১ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অর্জিত হয়েছে ১১৬ কোটি টাকার কিছু বেশি।

জাগরণ/অর্থনীতি/বাংলাদেশব্যাংক/এসএসকে/কেএপি