• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ১২:০৯ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০২২, ১২:০৯ এএম

রেমিট্যান্স পাঠাতে লাগবে না চার্জ

রেমিট্যান্স পাঠাতে লাগবে না চার্জ
সংগৃহীত

চলমান ডলার সংকট কাটাতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কোনও চার্জ নেয়া হবে না। পাশাপাশি দেশের বাইরে ছুটির দিনে নিজস্ব এক্সচেঞ্জ হাউস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার  (৬ নভেম্বর) সন্ধ্যায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।

বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান আফজাল করিম জানান, এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রফতানি আয় সংগ্রহ করবে। কোনও খরচ ছাড়াই প্রবাসীরা ছুটির দিনেও দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

এর আগে ডলার সংকট নিরসনে গত ২৬ সেপ্টেম্বর এক সভায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলারের সর্বোচ্চ দর ১০৭ টাকা ৫০ পয়সা এবং রফতানি আয় ৯৯ টাকা নির্ধারণ করা হয়।

জাগরণ/অর্থনীতি/এসএসকে