• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০১৯, ১১:০৩ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০১৯, ১২:১৮ এএম

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

 

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৯। সকালে রাজধানীতে দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে সারাদেশ জুড়ে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা সপ্তাহ চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ বিতরণ, শতভাগ ভর্তি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে বিদ্যালয় এলাকায় শিক্ষা র‌্যালি বের করা হয়েছে। 

শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারাদেশ ব্যাপী পিটিএ, এসএমসি ও বিদ্যালয় কল্যাণ সমিতির যৌথ মতবিনিময় সভা, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, মা সমাবেশ, উঠান বৈঠক, বিগত বছরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মিনা প্রদর্শনী, শিক্ষা মেলা, শিশুদের পাপেট শো, শিক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি পালন করা হবে।

এমএম/এএস