• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ০৬:০৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ০৬:০৪ পিএম

ঢাবির বঙ্গবন্ধু হলের বর্ধিত ভবনের নির্মাণ কাজ শুরু

ঢাবির বঙ্গবন্ধু হলের বর্ধিত ভবনের নির্মাণ কাজ শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন - ছবি : জাগরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্ধিত ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রোববার (৭ এপ্রিল) দুপুরে ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমানসহ হলের আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

সরকারি অর্থায়নে ১১তলা বিশিষ্ট বর্ধিত এই ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৬ কোটি টাকা। ভবনে ১ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকবে। এছাড়াও ভবনটিতে হলের হাউজ টিউটরদের আবাসনের জন্য থাকবে ২০টি ফ্ল্যাট।

এমআইআর/একেএস