• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৯, ০৬:০৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০১৯, ০৬:০৪ পিএম

শবে বরাতের কারণে এইচএসসির সূচি বদল

শবে বরাতের কারণে এইচএসসির সূচি বদল
ফাইল ছবি

শবে বরাতের কারণে এক দিনের এবং অন্য পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ার চলতি এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আরো চার দিনের পরীক্ষা সূচি বদলে দেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (৮ এপ্রিল)  জানান, ১৭ এপ্রিলের পরীক্ষাগুলো ৯ মে বিকালে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকালে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকালে নেয়া হবে। আর ৪ মে এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকালে নেয়া হবে।  এবার বাংলাদেশে শবে বরাত পালিত হবে ২১ এপ্রিল রাতে, আর সরকারি ছুটি থাকবে ২২ এপ্রিল।

২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের ছুটি নির্ধারিত ছিল, সেই হিসেবে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছিলো। সরকারি ছুটি পরিবর্তন হওয়ায় পরীক্ষার সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। 

জেড এইচ/বিএস