• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৯, ১০:৩৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০১৯, ০৮:২৩ পিএম

ঢাবির সূর্যসেন হলে ইয়াবাসহ আটক ২

ঢাবির সূর্যসেন হলে ইয়াবাসহ আটক ২
আটক শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ইয়াবাসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

বুধবার সন্ধ্যা সাতটার দিকে সূর্যসেন হলের ১৭৪ নম্বর কক্ষ থেকে হাতেনাতে ইয়াবাসহ আবাসিক শিক্ষকরা এই দুইজনকে আটক করেন।
সাবিরুল ইসলাম সনেট সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক। তিনি ২০১৫-১৬ সেশনে বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে ভর্তি হয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আল আমিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। তারা ১৭৪ নম্বর কক্ষে নিয়মিত ইয়াবা সেবন করতেন বলে জানা যায়।

এ বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, হল প্রশাসন এসব বিষয়ে খুবই কঠোর। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

আটকের বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই  সাহেব আলী বলেন, ৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি করা ৫২৪০ টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। আটকদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। 
বিএস