• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৯, ০৬:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০১৯, ০৬:৫০ পিএম

ডাকসুর ‘অভিজ্ঞতা শুনি সমৃদ্ধ হই’ অনুষ্ঠান ১৫ এপ্রিল

ডাকসুর ‘অভিজ্ঞতা শুনি সমৃদ্ধ হই’ অনুষ্ঠান ১৫ এপ্রিল
ডাকসু ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত সদস্যদের জন্য ‘ডাকসু ও হল সংসদ : অভিজ্ঞতা শুনি সমৃদ্ধ হই’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আগামী ১৫ এপ্রিল (সোমবার) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে এটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির পাঠানো তথ্য অনুযায়ী, ‘‘অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের ইণ্টারন্যাশনাল বিজনেস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এমআইআর/এসএমএম